Saturday, April 5, 2014

আলিঙ্গন

মন তুমি কেদনা
আশা আর বেধোনা
যেতে চাই যাক
দিও নাকো হাঁক ।

সে তো মোর ছিল না
সবই মোর ভ্রম
তবে কেন কাটে না এই ঘোর
যদিও ছাই হয়েছে সকল স্বপ্ন মোর ।

এবার তুমি জাগো
নবরূপে সাজো
ফেলে সকল পিছুটান
শুরু হোক, শুরুর জয়গান ।

এসো -নতুন সম্ভাবনা-এসো
তোমারে করি আলিঙ্গন
আলিঙ্গন.. আলিঙ্গন.. আলিঙ্গন ।।

Monday, March 24, 2014

Flood

Flood comes once in every year.
It damages crops, plants and our daily life,
It brings disease, food crisis
Beside wash away dirty things and make the soil fertile.

I guess this is also a sinking moment
When and where something to be lost,
But somewhere there is still a dim light .
For what I even can see something to be saved.

I am not afraid of losing .
As I have learn- after every misery there is recovery .
Though I am crying -
But I am going to laugh the very next moment.

My pain to be controlled,you must leave
Many disturbing nightmare ;
Which I must not share,
Strong patient, strong believe I must keep.

Sky is covered now in black clouds,
No single sign of stars
But the truth is known to me.
Tomorrow a clean and clear Universe must to see.
শ্রেষ্ঠ সত্য

ধন্য জীবন ধন্য
সকল ছোটাছুটি তোমারি জন্য,
অনেক চলা, অনেক দলা
পার হয়ে, পার হয় এই জীবন ভেলা ।

চারিদিকে বসেছে সাফল্যের মেলা
মেতে উঠেছে অর্জনের খেলা ,
উপঢোকন এবার ভর্তি হলো
তবুও নাহি মন তুষ্টি পেল ।

কিসের টানে , কিসের নেশায়
ছুটছে কেন সবাই জানে ,
মেলেনা সময় মেলেনা কাঁটা
তাই মানাটা রইলই সাটা ।

পার হয় ক্ষণ, পার হয় দিন
আকষ্মিক আবিস্কার - বৃথা এই স্বপ্ন রঙিন ,
হবে হবে করে হলো না তো আর
তবে সময় ঠিকই হলো পার ।

ভিড়ল ভেলা এবার যেথা
চির অন্ধকার , চির শান্ত- নেই কোনো সঙ্গী সেথা !
বৃথা চেষ্টা বাস্তবতা এতই নিকটস্থ
ব্যাস্ত জীবনের এটাই শ্রেষ্ঠ সত্য ।

Friday, January 10, 2014

পিলার অব ডিপেন্ডেন্সি ....... !!!!!!


মিথ্যে গোলাপ
মিথ্যে আলাপ
মিথ্যে  ছিল -প্রতিশ্রুতি
সে আসলে কোনো দিনই ছিলো না আমার " পিলার অব ডিপেন্ডেন্সি" .


এত কঠোর
এত নিঠুর
" মানুষ" হয়বা কি করে
সে যদি ভালোইবাসে - তবে রইতো  নাকো সরে
সে আসলে কোনো দিনই ছিলো না আমার " পিলার অব ডিপেন্ডেন্সি"

লাঞ্চনা আর অপমান সবই তোমার  ব্যথার দান
সুজগ নিলে, মন ভরায় সরেও গেলে
সত্যটাই সত্য রহিল, কেহ নই বিশ্বাসী
তুমি আসলে কোনদিনই ছিলেনা আমার " পিলার অব ডিপেন্ডেন্সি"

অবুঝ মন,পাগল ভিশন
ভেব না তো আর বেশি
করনা আর এইভুল
কঠিন বড়ই দেয়া মাসুল - পৃথিবীতে সবাই সার্থন্নেসী
সে আসলে কোনো দিনই ছিলো না আমার " পিলার অব ডিপেন্ডেন্সি"

Friday, January 3, 2014

The protest

Are you sure, we are independent ?
 Don't we feel,we are acting like giant ?
Are you sure , our country has achieved freedom?
Don't we feel shame, thinking whats happening in our country random ?


Are you deaf ?
Are sure, you capable of making us safe ?
Can we speak strait ?
Can working husbands, fathers , brothers come back to their home's gate ?

No one left speaking strait---
If  ?     " Juddhaporadhi "  or " Shibir" tittle may get.
You must see what we show
You must agree all thats the law.

So far  I've concerned,
Will not live cowardly, which I've learnt,
What more you can do !
Throwing me to the " Human Zoo"

No more living slave
Weaken my inner wave
A Volcano may come out
You can't change my revolutionary rout .

Since how long you both will blame each other ?
Did you ever think - how long we did not meet our dear ?
No one else but you two know The Country's situation better,
No one else but The Common people are being the sufferer.


Stop dirtying  Administration, Courtyard, and also Perlament,
We could not take more , lost of our sentiment.
Don't say-" Being elected " we will do these........
We want to see word thats the thing we only need.

I have the right to speak,
I am Mr. Noor
And I am not a traitor .