Monday, March 24, 2014

শ্রেষ্ঠ সত্য

ধন্য জীবন ধন্য
সকল ছোটাছুটি তোমারি জন্য,
অনেক চলা, অনেক দলা
পার হয়ে, পার হয় এই জীবন ভেলা ।

চারিদিকে বসেছে সাফল্যের মেলা
মেতে উঠেছে অর্জনের খেলা ,
উপঢোকন এবার ভর্তি হলো
তবুও নাহি মন তুষ্টি পেল ।

কিসের টানে , কিসের নেশায়
ছুটছে কেন সবাই জানে ,
মেলেনা সময় মেলেনা কাঁটা
তাই মানাটা রইলই সাটা ।

পার হয় ক্ষণ, পার হয় দিন
আকষ্মিক আবিস্কার - বৃথা এই স্বপ্ন রঙিন ,
হবে হবে করে হলো না তো আর
তবে সময় ঠিকই হলো পার ।

ভিড়ল ভেলা এবার যেথা
চির অন্ধকার , চির শান্ত- নেই কোনো সঙ্গী সেথা !
বৃথা চেষ্টা বাস্তবতা এতই নিকটস্থ
ব্যাস্ত জীবনের এটাই শ্রেষ্ঠ সত্য ।

No comments:

Post a Comment