তোমরাই ছিলে ঠিক
তখন চোখে-মুখে ছিলো তারুন্যের উদ্দ্যামতা
নতুনকে গ্রহণ করার প্রবণতা
যখন বড়দের দ্বারা পেতাম কোনো বাধা বিঘ্নতা
মনেহতো কি পুরনো - ব্যাকডেটেড তাদের কথাবাত্রা !
আমি এ যুগের মেয়ে জানি অধুনিকতা
তাই আমি হয়েছি স্মার্ট আর শিক্ষিতা
চিন্তা চেতনা কে আবার দেখে -আগে দেখে কত আধুনিকতা কত নগ্নতা
এখন ভালো সফলতা পেতেও লাগে এসকল যোগ্যতা !
জীবনের আজ এই পর্যায়ে মিটিয়ে সকল জড়তা
উঠেছি উপরে , পেয়েছি অনেক , হয়েছি আমি জয়িতা
প্রেমিকা ছিলাম,স্ত্রী-হলেম,হলাম সন্তান-সন্ততির মাতা
তবুও হয়নি, কি যেন পায়নি , মনে একেমন অস্থিরতা !
বসে বসে তাই ভাবছি তাদের আমি আর আমার একাকিত্ততা
সরলতা , লাজুকতা, ধর্য্য, সহনসিলতা -এসব নাকি নারীদের মানানসিলতা
আধুনিকতার নাম দিয়ে নাকি আমরা দেখায় আমাদের নিম্নতা
নিম্নতা নাকি কথা বলাই , পথ চলায়, অধিকারের লড়াই লড়ায়
ব্যাকডেটেড সেই কথাগুলো কেন জানি পাচ্ছে আজ মাত্রা
তোমরাই ছিলে ঠিক, তোমরাই পেয়েছিলে জীবনের আসল সফলতা ।
No comments:
Post a Comment